tangi

নতুন ভিডিও অ্যাপ ‘ট্যাংগি’

বিজ্ঞান ও প্রযুক্তি
Image Source:
https://www.amadershomoy.com/

‘ট্যাংগি’। গুগলের নতুন অ্যাপ । ভিডিও ও অন্যান্য সৃজনশীল ভিডিওর ক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করা যাবে। গুগলের এরিয়া ১২০ প্রকল্প থেকে অ্যাপটি তৈরি করা হয়েছে। ট্যাংগি অ্যাপটি ব্যবহার করা যাবে আপাতত ওয়েব ও আইওএস প্ল্যাটফর্মে । টিকটক অ্যাপের সঙ্গে এর মিল থাকলেও দর্শককে নতুন কিছু শিখতে সাহায্য করবে ট্যাংগি। নতুন অ্যাপের মাধ্যমে আমরা শুধু নিজে সৃষ্ট (ডিআইওয়াই) ও সৃজনশীল কনটেন্টে নজর দিচ্ছি বলে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে। স্বল্প সময়ের ভিডিও দেখে নৈপুণ্য, রান্নাবান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এ এ্যাপসের উদ্দেশ্য। ইতিমধ্যেই সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ করা শুরু করেছে। নির্মাতাদের সঙ্গে দর্শকের যোগাযোগ স্থাপনের জন্য ট্যাংগিতে একটি বিশেষ বিভাগ থাকছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।